বৃষ্টিতে বন্ধ ভারত-নেপাল ম্যাচ
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করেছিল ভারত। এরপরই নামে ঝুম বৃষ্টি। বৃষ্টিতে মাঠে গড়াতে পারেনি পরের ইনিংসের একটি বলও। সমান একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল। এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) নেপালের মুখোমুখি হয়েছে ভারত। সুপার ফোরে উঠতে এ ম্যাচে ভারত-নেপাল দু’দলের জন্যই জয় ছাড়া বিকল্প নেই।
এমন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছে নেপাল। কিন্তু, ইনিংসের ৩৭.৫ ওভার পরই বৃষ্টির হানা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৭.৫ ওভার শেষে নেপালের সংগ্রহ ছয় উইকেটে ১৭৮ রান। অপরাজিত ব্যাটার হিসেবে আছেন দীপেন্দ্র সিং (২৭) ও সম্পাল কামি (১১)।
সেপ্টেম্বরের এই সময়টা শ্রীলঙ্কায় বৃষ্টির ভরা মৌসুম। এশিয়া কাপে শ্রীলঙ্কা পর্বের ম্যাচে বৃষ্টি যেন দলগুলোর আরেক প্রতিপক্ষ হয়ে উঠেছে। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের ম্যাচের আগেও আবহাওয়ার পূর্বাভাস ছিল ভারী বৃষ্টিপাতের।
এর আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে নেপাল। উদ্বোধনী জুটিতে কুশাল ভারতেল ও আসিফ শেখ মিলে তোলেন ৬৫ রান। ২৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে শার্দুল ঠাকুরের শিকারে পরিণত হন কুশাল। আরেক ওপেনার আসিফ অবশ্য খেলেন মন্থর ইনিংস। ৯৭ বলে ৫৮ রান করে সিরাজের বলে বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন আসিফ।
দারুণ শুরু করেও রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে খেই হারায় নেপাল। মাত্র ২৪ রানের ব্যবধানে তিন উইকেট হারায় নেপাল। ৯ ওভারে ৩৫ রানে তিন উইকেট শিকার করেন জাদেজা।