আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
এশিয়া কাপে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর অনেকটাই নিশ্চিত শ্রীলঙ্কার। তবু, খানিকটা সমীকরণের মারপ্যাঁচ রয়েছে। সেসব মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মাঠে নেমেছে শ্রীলঙ্কা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে আফগানদের জয়ের বিকল্প নেই। বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে যাওয়া আফগানদের কেবল জিতলেই হবে না। শ্রীলঙ্কা আগে ব্যাটিং নেওয়ায় তাদেরকে জিততে হবে ১০ উইকেটের বড় ব্যবধানে। অন্যদিকে, শ্রীলঙ্কার সামনে রাস্তাটা সোজা। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠবে তারা।
তবে, পাকিস্তানের কন্ডিশনে আফগানরা কিছুটা হলেও এগিয়ে পরিবেশগত কারণে। যদিও, প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রশিদ-নবীরা।
এশিয়া কাপে গ্রুপ পর্বের এটিই শেষ ম্যাচ। আগামীকাল থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই।
শ্রীলঙ্কা একাদশ : শানাকা (অধিনায়ক), নিশাঙ্কা, করুনারত্নে, মেন্ডিস, সামারাবিক্রম, আসালাঙ্কা, ধনঞ্জয়া, ভেল্লালাগে, থিকসানা, রাজিথা, পাথিরানা।
আফগানিস্তান একাদশ : শহিদী (অধিনায়ক), গুরবাজ, রহমত, জাদরান, নাজিবুল্লাহ, নবী, নাইব, জানাত, রশিদ, মুজিব, ফারুকি।