পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে যে বার্তা দিলেন তাসকিন
এশিয়া কাপে গ্রুপ পর্বের বাধা ভালোভাবে পার করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানরা। ব্যাট হাতে মিরাজ-শান্তর সেঞ্চুরির পর বল হাতে তাসকিন-শরীফুলরা ছিলেন বরাবরের মতোই অসাধারণ। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে আসরের সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
লাহোরের উইকেট ব্যাটিং সহায়ক। পাকিস্তান দলের ব্যাটিং লাইন আপ সময়ের অন্যতম সেরা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদরা ঘরের মাঠে হয়ে উঠতে পারেন আরও ভয়ংকর। তবে, সেটি নিয়ে ভয় পাচ্ছেন না বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেশসেরা পেসার তাসকিন কথা বলেন পাকিস্তানের উইকেট ও তাদের ব্যাটিং নিয়ে। পাশাপাশি নিজেদের ওপর বিশ্বাস আছে বলেও জানান তিনি।
তাসকিন বলেন, ‘লাহোরের উইকেট অনেক ব্যাটিং সহায়ক। এমন উইকেটে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। বল একটু এদিক সেদিক হলে বাউন্ডারি হওয়ার চান্স থাকে। আর পাকিস্তানের ব্যাটিং অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। সহজ হবে না, কিন্তু আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে। আমরা যদি আমাদের সেরা বোলিংটা করতে পারি, ওদেরকে একটা মোটামুটি রানের মধ্যে আটকাতে পারব।’