পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গ্রপ পর্বের বাধা ডিঙানো শেষ। এবার লড়াই সুপার ফোরের। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে ৩০০ রানও নিরাপদ সংগ্রহ নয়। বাংলাদেশকে খেলতে হবে সেটি মাথায় রেখেই। চোটের কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর। আজ তার পরিবর্তে একাদশে ঢুকেছেন লিটন দাস।
পাকিস্তানের ব্যাটিং প্রসঙ্গে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘লাহোরের উইকেট অনেক ব্যাটিং সহায়ক। এমন উইকেটে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। বল একটু এদিক সেদিক হলে বাউন্ডারি হওয়ার চান্স থাকে। আর পাকিস্তানের ব্যাটিং অবশ্যই বিশ্বের অন্যতম সেরা। সহজ হবে না, কিন্তু আমাদের নিজেদের প্রতি বিশ্বাস আছে। আমরা যদি আমাদের সেরা বোলিংটা করতে পারি, ওদেরকে একটা মোটামুটি রানের মধ্যে আটকাতে পারব।’
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।