লিটনকে একাদশে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু হয়েছে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বালাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পাকিস্তানের ব্যাটিংবান্ধব উইকেটে টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাতে জিতেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে আসর থেকে ছিটকে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর পরিবর্তে একাদশে ঢুকেছেন ওপেনার লিটন দাস।
টস জিতে আগে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা যদি বড় রান সংগ্রহ করতে পারি, ওদের চাপে ফেলতে পারব। আমরা বিশ্বের এক নম্বর দলের মুখোমুখি হয়েছি। আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। তাদের শক্তি ও দুর্বলতা কোথায়, সে সম্পর্কে আমরা অবগত আছি। আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে প্রস্তুত।’
পাকিস্তানের ব্যাটিং যেমন সেরা, বোলিং লাইনআপও এ মুহূর্তে দুর্দান্ত। নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রউফরা ঘরের মাঠে বেশ ভালো পরীক্ষাই নিতে পারে বাংলাদেশি ব্যাটারদের। তবে সাকিব যেমনটা বলেছেন, প্রস্তুত আছে বাংলাদেশ। জমজমাট এক লড়াই দেখার অপেক্ষাতেই আছে সবাই।
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।