পাকিস্তানের বোলিং দাপটে বিপর্যয়ে বাংলাদেশ
ইনিংসে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শাহিন আফ্রিদি-হারিস রউফ মিলে গুঁড়িয়ে দেন বাংলাদেশের টপঅর্ডার। দলীয় ৪৭ রানেই নেই বাংলাদেশের চার ব্যাটার। টপঅর্ডারকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরাতে লড়াই করেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। কিন্তু জমে ওঠা জুটি ভাঙেন ফাহিম আশরাফ। হাফসেঞ্চুরি করা সাকিবকে ফিরিয়ে দেন ৫৩ রানে। অধিনায়ক ফেরার পর একে একে উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।
এর আগে ম্যাচের শুরুতে গত ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ গোল্ডেন ডাকে সাজঘরে নাসিম শাহর বলে। শুরুতেই মিরাজকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করতে ব্যর্থ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়রা।
এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু হয়েছে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেন বালাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পাকিস্তানের ব্যাটিংবান্ধব উইকেটে টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাতে জিতেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে আসর থেকে ছিটকে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর পরিবর্তে একাদশে ঢুকেছেন ওপেনার লিটন দাস।
পাকিস্তানের ব্যাটিং যেমন সেরা, বোলিং লাইনআপও এ মুহূর্তে দুর্দান্ত। নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রউফরা ঘরের মাঠে বেশ ভালো পরীক্ষাই নিতে পারে বাংলাদেশি ব্যাটারদের। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় বাংলাদেশ কেমন করে সেটাই দেখার অপেক্ষায়।