যে কারণে মেসির বুটে ছাগলের মুখ
‘গ্রেটেস্ট অব অল টাইম— গোট।’ ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির সঙ্গে তকমাটা জড়িয়ে গেছে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে নিয়ে বিস্ময়ের শেষ নেই। দু’পায়ের জাদুতে গোটা বিশ্বকে যেভাবে মোহিত করে রাখেন, তার মতো করে সমকালে আর কেউ পারেনি সেটি। মেসির সবকিছু নিয়ে তাই ভক্তদের অসীম আগ্রহ।
২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার নতুন মিশন ২০২৬ বিশ্বকাপ। কনমেবল অঞ্চলের বাছাই পর্বের প্রথম ম্যাচে আগামী ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নামবে মেসিরা। বিশেষ উপলক্ষ্যে মেসির জন্য নতুন বুট তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।
অ্যাডিডাস ফুটবল তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই বুট জোড়া নিয়ে একটি পোস্ট প্রকাশ করেছে। সেখানে মেসিকে দেখা গেছে বুট হাতে দাঁড়িয়ে থাকতে। আকাশী-সাদা ও সোনালী রঙের সমন্বয়ে গড়া বুটের পেছনের অংশে দেখা গেছে তিন তারকা। যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়কে মনে করিয়ে দেয়। মেসির বাম হাতে থাকা বুটে তারকার ওপরে তার জার্সি নম্বর ১০ লেখা।
কিন্তু, মূল আকর্ষণ ডান পায়ের বুটে। তিন তারকার ওপর ১০ এর পরিবর্তে ছাগলের মাথার প্রতিকৃতি আঁকা। ছাগল বা গোট দিয়ে মেসির লিগ্যাসিকেই মূলত তুলে ধরেছে অ্যাডিডাস। অ্যাডিডাস এই বিশেষ সংস্করণের জুতার নাম দিয়েছে ‘এক্স-ক্রেজিফাস্ট।’