ফাইনালে চোখ রেখে কলম্বোতে বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশের। লাহোরে পাকিস্তানের কাছে শোচনীয় হারে পিছিয়ে গেছেন সাকিব আল হাসানরা। বাজে হারের তিক্ততা নিয়ে পাকিস্তান ছেড়েছেন তারা। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কার কলম্বোতে পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট দল।
সুপার ফোরে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত। ফাইনালে উঠতে এ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব-মুশফিকদের সামনে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৯ আগামী সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। আসরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে পাঁচ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
তবে, নিজেদের দিনে বাংলাদেশ কতটা অসাধারণ সেটি দেখিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। আফগানদের রীতিমতো উড়িয়ে দিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে গোটা দল ব্যর্থ হলেও সাকিব-মুশফিক চেষ্টা করেছিলেন প্রতিরোধ গড়তে। দুজনই হাফসেঞ্চুরি করেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। এ দিন পা হড়কালে আসর শেষ হয়ে যাবে। আসরে টিকে থাকতে এবং পরবর্তী দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। শ্রীলঙ্কার পর সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।