এবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন খবর
ক্রিকেটের বিগ মহারণ ঘিরে যখন ছক কষছে ভারত-পাকিস্তান দুই দলই, বৃষ্টি হয়তো কখন নামবে সে অপেক্ষায়। এশিয়া কাপে দু’দলের প্রথম দেখায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল ম্যাচ। ভারত ইনিংসের পর আর মাঠে গড়ায়নি খেলা। আগামীকাল রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে ভারত-পাকিস্তান। এই ম্যাচে রয়েছে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ।
এ ম্যাচে বৃষ্টির চোখরাঙানি ছিল আগে থেকে, এবার চোখ রাঙাছে বজ্রপাত। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভারত পাকিস্তান ম্যাচে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এর সঙ্গে যুক্ত হতে পারে বজ্রপাত।
কলম্বোয় এই সপ্তাহব্যাপী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর। যদিও ম্যাচটির জন্য রিজার্ভ ডে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ ম্যাচ ছাড়া কেবল এশিয়া কাপের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। রিজার্ভ ডে রাখা হলেও নির্ধারিত দিনেই ম্যাচ শেষ করার চেষ্টা থাকবে বলে জানিয়েছে এসিসি। প্রয়োজনে ওভার কমানো হবে। নিতান্ত সম্ভব না হলে পরের দিন নেওয়া হবে ম্যাচ। আবার নতুন করে শূন্য থেকে নয়, আগের দিন যেখানে খেলা শেষ হবে পরদিন সেখান থেকেই শুরু হবে।
তবে, বৃষ্টি কিংবা বজ্রপাত নিয়ে ভাবছেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আবহাওয়া নিয়ে চিন্তিত নই। কারণ, এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী চারদিন বৃষ্টি হবে। কিন্তু, সূর্যও তো উঠবে। আমরা যতটুকু সময় পাব, সেটি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’