পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু ভারতের
এশিয়া কাপে প্রথম দেখায় পাকিস্তানের পেস বিভাগের সামনে বেশ পরীক্ষা দিতে হয়েছিল ভারতকে। কোহলি-রোহিত শর্মারা টিকতেই পারেননি উইকেটে। তবে, দ্বিতীয় দেখায় প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। নিজেরা বিপদে পড়ার বদলে এবার পাকিস্তানি বোলারদের পরীক্ষা নিচ্ছে ভারত। রোহিত ও শুভমান গিল মিলে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন ভারতকে।
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। বছর জুড়ে ভক্তরা বসে থাকেন এই দ্বৈরথ দেখার জন্য। এশিয়া কাপের সুবাদে এসেছে সেই উপলক্ষ্য। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরে মুখোমুখি হয়েছে দুদল।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে পাকিস্তান।
সুপার ফোরে এটি পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ হলেও ভারতের প্রথম ম্যাচ। এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছেন বাবর আজমরা। প্রথম পর্বেও হার দেখেনি পাকিস্তান। তাই দল হিসেবে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান।
বর্তমানে ওয়ানডের দারুণ ছন্দে উড়ছে পাকিস্তান। ম্যাচের আগে তাই নিজেদের খানিকটা এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর। পরিস্থিতি বিবেচনায় নিজেদের ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রাখছেন তিনি।
এশিয়া কাপকে ঘিরে টানা ভ্রমণের ওপর আছে পাকিস্তান। এশিয়া কাপের তিন ম্যাচেই তারা ভ্রমণ করেছে। প্রথম ম্যাচ পাকিস্তানে, ভারতের বিপক্ষে পরের ম্যাচ শ্রীলঙ্কায়, বাংলাদেশের বিপক্ষে আবার পাকিস্তানে খেলার পর এখন তারা শ্রীলঙ্কায়। বাবর বলেন, ‘এটা আমরা সবাই জানতাম। সেভাবেই সবাই মানসিকভাবে প্রস্তুত হয়েছে। আপনি যখন জানবেন, এভাবে চলতে হবে ও ভ্রমণ করতে হবে; তখন সেটি মাঠে খুব একটা ক্লান্তি অনুভব করাতে পারে না। আমরা টানা খেলার ওপর আছি। শ্রীলঙ্কায়ও টেস্ট খেলেছি, এশিয়া কাপ খেললাম। যা আমাদের ভারতের চেয়ে এগিয়ে রাখবে।’
যদিও, যে কোনো প্রতিযোগিতায় ভারত সবসময় ফেভারিট থাকে। ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা। অন্যদিকে, পাকিস্তানের পেস আক্রমণ এখন তর্কাকীতভাবে বিশ্বের সেরা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পাকিস্তানি পেসার মিলে তুলে নিয়েছিলেন ভারতের ১০ উইকেটের সবকটি। আজকের ম্যাচেও লড়াইটা হবে ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের।
তবে, এ ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। সঙ্গে হতে পারে বজ্রপাত। যাতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। তাই, এ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। দুদলের প্রথম ম্যাচও ভেসে গেছে বৃষ্টিতে। তাই এই ম্যাচটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও তুমুল।