ঢাকায় ফিরলেন মুশফিক-সাকিব
সুপার ফোরে টানা ভরাডুবির পর বাংলাদেশের সম্ভবনা নেই বললেই চলে। এশিয়া কাপ থেকে বিদায় একপ্রকার নিশ্চিত সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। শ্রীলঙ্কার বিপক্ষে বেদনাবিধুর হারের পর দেশে ফিরেছেন সাকিব-মুশফিক।
আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ছুটি পেয়ে দেশে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার।
পারিবারিক কারণে মুশফিক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছিলেন। তার সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১২ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরার অনুমতি চেয়েছেন তিনি। বোর্ড জানিয়েছিল শ্রীলঙ্কা ম্যাচের পর সিদ্ধান্ত জানাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জিততে পারলে এশিয়া কাপের আশা বেঁচে থাকত বাংলাদেশের। পরিস্থিতি তখন অন্যরকম হতো। সেটি হয়নি। তাই মুশফিককে ছুটি দিয়েছে বোর্ড। কেবল মুশফিক নন, আজ ভোরে তার সঙ্গে ঢাকায় ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। সাকিবের ফেরার কারণটা স্পষ্ট করেননি তিনি।
সূত্রমতে, সাকিবের পরিবারও এখন ঢাকায়। পরিবারকে সঙ্গ দিতে হয়তো দেশে ফিরেছেন তিনিও। বিসিবির কাছে থেকে নিয়েছেন তিনদিনের ছুটি। বাংলাদেশ দল ভালো খেললে আগামীকাল রোববার (১১ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণে দুবাই যাওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু, দল খারাপ করায় দুবাই না গিয়ে দেশে আসেন তিনি।
মুশফিক-সাকিব দু’জনই দলের সঙ্গে যোগ দিতে আগামী ১৩ সেপ্টেম্বর ফের কলম্বোর উদ্দেশ্যে রওনা দেবেন। ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ। তার আগে আগামী তিনদিন ক্রিকেটারদের ছুটি দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।