ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাগড়া
বৃষ্টি আঘাত হানবে ম্যাচে, তা আগে থেকেই জানা ছিল। বজ্রপাতসহ ৯০ শতাংশ বৃষ্টিপাতের বিষয় মাথায় রেখেই মাঠে নামে ভারত-পাকিস্তান। ম্যাচে বৃষ্টি আঘাত হানার আগে, পাকিস্তানি বোলারদের ওপর এক দফা ঝড় বয়ে দেন ভারতীয় ব্যাটাররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের সংগ্রহ ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে পাকিস্তান।
এশিয়া কাপে প্রথম দেখায় পাকিস্তানের পেস বিভাগের সামনে বেশ পরীক্ষা দিতে হয়েছিল ভারতকে। কোহলি-রোহিত শর্মারা টিকতেই পারেননি উইকেটে। তবে, দ্বিতীয় দেখায় প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। নিজেরা বিপদে পড়ার বদলে শুরুর দিকে পাকিস্তানি বোলারদের পরীক্ষা নেয় ভারত। রোহিত ও শুভমান গিল মিলে দারুণ গড়েন ১২১ রানের বড় জুটি। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে স্বস্তিতে ফিরেছে পাকিস্তান।
৫৬ রানে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। এরপর আরেক হাফসেঞ্চুরিয়ান গিলকে বিদায় করেন শাহিন শাহ আফ্রিদি। ফেরার আগে গিল করেন ৫৮ রান।
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। বছর জুড়ে ভক্তরা বসে থাকেন এই দ্বৈরথ দেখার জন্য। এশিয়া কাপের সুবাদে এসেছে সেই উপলক্ষ। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরে মুখোমুখি হয়েছে দুদল।