বৃষ্টিতে মাঠকর্মীদের সঙ্গে কাজ করে ভাইরাল ফখর জামান
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি আসবে, এমন শঙ্কা আগেই ছিল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের ব্যাটিংয়ের মাঝপথে নামে ঝুমবৃষ্টি। ফলে ২৪.১ ওভারে থামতে হয় দুদলকে। ড্রেসিংরুমের দিকে দৌঁড়াতে থাকেন সবাই। তবে, থেমে যান পাকিস্তানি ওপেনার ফখর জামান। বৃষ্টি মাথায় নিয়ে মাঠকর্মীদের সঙ্গে পিচের কাভার টানতে শুরু করেন তিনি। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় দৃশ্যটি।
মাঠকর্মীদের সঙ্গে ফখরের এই মুহূর্তের ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্যাপশনে লেখে, ‘মাঠকর্মীদের কাজে সাহায্য করছেন ফখর জামান।’
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে পাকিস্তান।
ম্যাচে বৃষ্টি আঘাত হানার আগে, পাকিস্তানি বোলারদের ওপর এক দফা ঝড় বয়ে দেন ভারতীয় ব্যাটাররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের সংগ্রহ ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান।