ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তে বৃষ্টির শঙ্কা
এশিয়া কাপে দলগুলোর লড়াই করতে হচ্ছে বৃষ্টির সঙ্গে। বিশেষ করে ভারত-পাকিস্তানকে। দুদলের মহারণ দেখতে সারা বছর অপেক্ষায় থাকেন ভক্তরা। কিন্তু সেই আশাতে বারবার জল ঢেলে দিচ্ছে বৃষ্টি।
গ্রুপ পর্বে প্রথম দেখায় দুদলের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। সুপার ফোরেও বাগড়া দিচ্ছে বৃষ্টি। দুদলের লড়াই কাল মাঝপথে থামিয়ে দেয় বৃষ্টি। খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। আজ সোমবার মাঠে গড়ানোর কথা ম্যাচের বাকি অংশ। কিন্তু শ্রীলঙ্কায় আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এমনকি কাল থেকে আজ আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর কিছুক্ষণ পর হানা দেয় বৃষ্টি। বৃষ্টির আগ পর্যন্ত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করে ভারত। এর পর আর মাঠে খেলা গড়ানো সম্ভব হয়নি।
আজ রিজার্ভ ডে-তে হবার কথা বাকি অংশ। খেলা শুরুর সময় বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা। তবে দেশটির আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। আর ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না। যদি তাই হয় রিজার্ভ ডেও ভেসে যাবে বৃষ্টিতে। তখন পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে। আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভক্তরা।