ভেজা আউটফিল্ডের কারণে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হতে দেরি
বৃষ্টির কারণে গত রাতে ভারত-পাকিস্তান ম্যাচে ফল আসেনি। ফলে খেলা গড়িয়েছে রিজার্ভ ডে তে। সেই অনুসারে আজ সোমবার রিজার্ভ ডে-তে আবারও মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু এখানেও বাধার সৃষ্টি হয়েছে। কলম্বোর আউটফিল্ড এখনও ভেজা। তাই দুদলের লড়াই মাঠে গড়াতে দেরি হচ্ছে।
গতকাল বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর কিছুক্ষণ পর হানা দেয় বৃষ্টি। বৃষ্টির আগ পর্যন্ত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করে ভারত। এর পর আর মাঠে খেলা গড়ানো সম্ভব হয়নি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, আবার নতুন করে শূন্য থেকে নয়, আগের দিন যেখানে খেলা শেষ হয়েছে পরদিন সেখান থেকেই শুরু হবে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের সংগ্রহ ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান। সে অনুসারে আজ ২৪ ওভারের দ্বিতীয় বল থেকে শুরু হবে দুদলের লড়াই।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং নেয় পাকিস্তান।
এশিয়া কাপে প্রথম দেখায় পাকিস্তানের পেস বিভাগের সামনে বেশ পরীক্ষা দিতে হয়েছিল ভারতকে। কোহলি-রোহিত শর্মারা টিকতেই পারেননি উইকেটে। তবে, দ্বিতীয় দেখায় প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। নিজেরা বিপদে পড়ার বদলে শুরুর দিকে পাকিস্তানি বোলারদের পরীক্ষা নেয় ভারত। রোহিত ও শুভমান গিল মিলে দারুণ গড়েন ১২১ রানের বড় জুটি। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে স্বস্তিতে ফেরে পাকিস্তান।
৫৬ রানে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। এরপর আরেক হাফসেঞ্চুরিয়ান গিলকে বিদায় করেন শাহিন শাহ আফ্রিদি। ফেরার আগে গিল করেন ৫৮ রান। দুই ওপেনারকে হারানোর পর জুটি বাধেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ওই জুটির লড়াইয়ের মাঝেই বৃষ্টি নেমে খেলায় বাগড়া দেয়।
এদিকে দেশটির আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কলম্বোতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না। যদি তাই হয় রিজার্ভ ডেও ভেসে যাবে বৃষ্টিতে। তখন পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে। আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভক্তরা।