যে সমীকরণে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
এবারের এশিয়া কাপটা বুক ভরা আশা নিয়ে শুরু করলেও তা পূরণে ব্যর্থ বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নিলেও ম্যাচ জিততে পারেনি সাকিব আল হাসানের দল।
তবে ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর, এখনও সমীকরণের মারপ্যাচে ফাইনালের দৌড়ে টিকে আছে বাংলাদেশ। চলুন জেনে নেওয়া যাক, যে সমীকরণে মেলালে এশিয়া কাপের ফাইনালেও যেতে পারে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এশিয়া কাপের চলতি আসরে এখন পর্যন্ত মোট তিনবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তান। তবে কোনো ম্যাচেই চূড়ান্ত ফলাফল পায়নি কেউ। বৃষ্টির বাঁধায় দ্বিতীয় ম্যাচটি রিজার্ভ ডে তে গড়িয়েছে। সম্ভাবনা রয়েছে আজও রিজার্ভ খেলা ভেস্তে যাওয়ার।
তবে এখনও কাগজে-কলমে ফাইনালে দৌড়ে টিকে রয়েছে বাংলাদেশ। তা হলে—পাকিস্তানের কাছে ভারতকে বড় ব্যবধানে হারতে হবে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ও পাকিস্তান জিতবে। আর নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারাবে বাংলাদেশ। তবেই ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। আর যদি বৃষ্টিতে খেলা না হয়, তবে বাংলাদেশের সেই সম্ভাবনা শেষ হয়ে যাবে। কারণ ভারত ও পাকিস্তান সমান ১টি করে পয়েন্ট পাবে। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে ৩। শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে। আর ভারত পাবে ১ পয়েন্ট।
এরপর আগামীকাল ভারত-শ্রীলঙ্কা ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে তবে তাদের পয়েন্ট হবে ৪ আর ভারত জিতলে তাদের হবে ৩। সে বিবেচনায় ভারতকে হারালেও ২ পয়েন্টর বেশি সংগ্রহ করতে পারবে না বাংলাদেশ।