পাকিস্তানের সামনে ভারতের রান পাহাড়
চলতি এশিয়া কাপে প্রথম দেখায় পাকিস্তানের পেস বিভাগের সামনে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছিল ভারতকে। কোহলি-রোহিত শর্মারা টিকতেই পারেননি উইকেটে। তবে, দ্বিতীয় দেখায় প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানি বোলারদের রীতিমত শাসিয়ে রানের পাহাড় গড়েছেন কোহলি-রাহুলরা।
আগেই বৃষ্টির শঙ্কা ছিল। সেকথা মাথায় রেখেই এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছিল। গতকাল ভারতীয় ব্যাটারদের দারুণ শুরুর পর বৃষ্টির বাঁধায় খেলা আর মাঠে গড়ায়নি। তবে, রিজার্ভ ডে-তে সুযোগ লুফে নিতে ভুল করেনি রোহিতের দল। দাপুটে ব্যাটিং পাকিস্তানকে ছুঁড়ে দিয়েছে ৩৫৭ রানের লক্ষ্য।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রিজার্ভ ডে-তে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৫৬ রান তোলে ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ১২২ রান করেছেন বিরাট কোহলি।
রোহিত ও শুভমান গিল মিলে দারুণ গড়েন ১২১ রানের বড় জুটি। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে স্বস্তিতে ফেরে পাকিস্তান। ৫৬ রানে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। এরপর আরেক হাফসেঞ্চুরিয়ান গিলকে বিদায় করেন শাহিন শাহ আফ্রিদি। ফেরার আগে গিল করেন ৫৮ রান। দুই ওপেনারকে হারানোর পর জুটি বাঁধেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ওই জুটির লড়াইয়ের মাঝেই বৃষ্টি নেমে খেলায় বাগড়া দেয়।
২৪.১ ওভারে স্কোরবোর্ডে ১৪৭ রানের সময় বৃষ্টির বাঁধার পর গতকালের খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। আজ ফের খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন দুই নির্ভরযোগ্য ব্যাটার কোহলি ও রাহুল। এই দুজনের ব্যাটিং দৃঢ়তায় পাত্তাই পায়নি পাকিস্তানি বোলাররা। শুরুতে রাহুল ও পরবর্তীতে সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১০০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রাহুল। আর কোহলি ৮৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন। শেষমেশ এই দুই ব্যাটার অপরাজিত থেকে স্কোরবোর্ডে ৩৫৬ রানের সংগ্রহ দাঁড় করায়।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৫০ ওভারে ৩৫৬/২ (রোহিত ৫৬, শুভমান ৫৮, কোহলি ১২২*, রাহুল ১১১*; শাহীন ১০-০-৭৯-১, নাসিম ৯.২-১-৫৩-০, ফাহিম ১০-০-৭৪-০, হারিস ৫-০-২৭-০, শাদাব ১০-১-৭১-১, ইফতিখার ৫.৪-০-৫২-০)।