৩৫ ছোঁয়ার আগে ফিটনেস নিয়ে আরও সচেতন কোহলি
১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন বিরাট কোহলি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই ভারতের নিয়মিত মুখ তিনি। এমনকি বলা চলে ব্যাটিং বিভাগের প্রাণ ভোমরা। যত বয়স বাড়ছে তত যেন ব্যাটিংয়ের ধারও বাড়ছে তাঁর। কদিন বাদেই বয়সের কোটা ৩৫ স্পর্শ করবেন। তবে, ৩৫ ছোঁয়ার আগে নিজের ফিটনেস নিয়ে আরও সচেতন এই তারকা ক্রিকেটার।
এই যেমন পাকিস্তানের বিপক্ষে গত রোববার ২৪ ওভার ব্যাট করেন কোহলি। গতকাল সোমবার খেলেন ৫৭ ওভার। আজ মঙ্গলবার আবার মাঠে নামবেন শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানেও খেলতে হতে পারে ১০০ ওভার। এত টানা ম্যাচ খেলে ক্লান্তি আসাটা স্বাভাবিক। কলম্বোর গরমে ক্লান্তি ছুঁয়েছে কোহলিকেও। তাইতো, নিজের ফিটনেস নিয়ে বাড়তি সচেতন তিনি। ফিটনেস নিয়ে আরও কাজ করার কথাও জানালেন সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আসলে মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, কাল (আজ) আবার দুপুরে আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কী ভাবে পর দিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার ৩৫ বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।’