লঙ্কান বোলিংয়ে এলোমেলো ভারত
দুদলের জন্য সমীকরণ একই। জিতলে ফাইনালের পথে এক পা, হারলে পড়তে হবে অপেক্ষায়। এমন সমীকরণের ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ ভারত। এক রোহিত শর্মা ছাড়া কেউই পার হতে পারেননি পঞ্চাশের ঘর। লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে ও চারিথ আসালাঙ্কার বলেই এলোমেলো হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। তাতে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি ভারত।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ২১৩ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন রোহিত। আর শ্রীলঙ্কান বোলার দুনিথ ভেল্লালাগে নেন পাঁচ উইকেট।
কলম্বোর প্রেমাদাসায় ফাইনালে চোখ রেখে টস জিতে ব্যাটিং বেছে নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিলকে নিয়ে আগের দিনের মতো আগে ব্যাটিংয়ে নেমে চমৎকার জুটির আভাস দেন তিনি। তবে, ওপেনিং জুটি শতরান ছোঁয়ার আগেই ভেঙে দেয় শ্রীলঙ্কা। ১১.১তম ওভারে দুনিথ ভেল্লালাগের বলে পরাস্থ হন গিল। ভাঙে ৮০ রানের ওপেনিং জুটি। গিল ফিরেন ২৫ বলে ১৯ রান করে।
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলির ব্যাট এদিন হাসেনি। আগের দিন তাঁর চোখে মুখে ছিল ক্লান্তির ভাব। তা দেখা গেল ব্যাটিংয়েও। উইকেটে এসে টিকতে পেরেছেন ১২ বল। ৩ রান করেই ভেল্লালাগের বলে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
এরপর বিদায় নেন হাফসেঞ্চুরি ছোঁয়া রোহিত। ৪৮ বলে ৫৩ রান করা রোহিতের প্রতিরোধও ভাঙেন ভেল্লালাগে। ৯১ রানে দুই টপ অর্ডারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।
সেখান থেকে দলকে উদ্ধার করার দায়িত্ব নেন লোকেশ রাহুল ও ইষান কিষান। দুজন মিলে গড়েন ৬৩ রানের জুটি। এই জুটিতে যখন প্রতিরোধের আভাস দেয় সফরকারীরা তখনও শ্রীলঙ্কার ত্রাতা হয়ে আসেন ভেল্লালাগে। এবার তিনি ফাঁদে ফেলেন রাহুলকে। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে রাহুল নিজের চতুর্থ শিকার বানান লঙ্কান বোলার। ফেরার আগে রাহুল করেন ৪৪ বলে ৩৯ রান।
উইকেটে থিতু হয়ে যাওয়া আরেক ব্যাটার ইষানকে ফাঁদে ফেলেন আসালাঙ্কা। ৪৪ বলে ৩৯ রান করেন ইষান। নিয়মিত ব্যাটারদের হারিয়ে এরপর শুধু হতাশাই দেখে ভারত। ভরসা হয়ে দাঁড়াতে পারেননি হার্দিক পান্ডিয়াও। তাঁকে ফিরিয়ে দিয়ে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার উল্লাসে ভাসেন ভেল্লালাগে। ১৪ ম্যাচের ক্যারিয়ারে এটাই তার প্রথম ফাইফার।
নিয়মিত উইকেট হারানোর পর শেষ পর্যন্ত ২১৩ রানের বেশি করতে পারেনি ভারত। শেষ দিকে বোলাররা চেষ্টা করলেও বড় লক্ষ্য জমা করতে পারেননি ভারতের স্কোরবোর্ডে। বল হাতে শ্রীলঙ্কার হয়ে ৪০ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন ভেল্লালাগে। ১৮ রান দিয়ে আসালাঙ্কা নেন ৪টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৯.১ ওভারে ২১৩ (রোহিত ৫৩, শুভমান ১৯, কোহলি ৩, ইষান ৩৩, রাহুল ৩৯, পান্ডিয়া ৫, জাদেজা ৪, অক্ষর ২৬, বুমরাহ ৫, যাদব ০, সিরাজ ৫; রাজিথা ৪-০-৩০-০, থিকসানা ৯.১-০-৪১-১, শানাকা ৩-০-২৪-০, পাথিরানা ৩-০-২৭-০, ভেল্লালাগে ১০-১-৪০-৫, সিলভা ১০-০-২৮-০, আসালাঙ্কা ৯-১-১৮-৪)।