বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে কোহলি-বুমরাহরা?
পাকিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই স্বাভাবিকভাবেই এখন অনেকটাই নির্ভার রোহিত শর্মার দল। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে নিয়মিত তারকাদের অনেককেই বিশ্রাম দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগের ম্যাচগুলোতে একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের এই ম্যাচে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। এছাড়া টানা ম্যাচ খেলার ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলি-বুমরাহদের মতো বড় তারকাদের।
এছাড়া ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত অনেকটাই নির্ভার। আগামী রোববার মেগা ফাইনালকে সামনে রেখে কোহলিদের বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছেন ভারতীয় সাবেক ক্রিকেটাররা। অন্যদিকে, বাংলাদেশের জন্য চিত্রটা পুরোপুরি ভিন্ন। এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ ভারতের বিপক্ষে স্বস্তির জয়ের খোঁজে। যা অন্তত বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস যোগাতে পারে সাকিব আল হাসানের দলকে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় ক্রিকেটার দীনেশ কার্তিকও বলেন, এমন চিন্তা হবে আদর্শ, ‘আমি হলেও বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে চাইতাম, সবাই টানা তিনদিন মাঠে ছিল। তাছাড়া ফাইনালের আগে সতেজ রাখার ব্যাপার আছে। বুমরাহকে অবশ্যই বিশ্রাম দেওয়া উচিত, এমনকি কোহলিকেও বিশ্রাম দেওয়া যায়। আমাদের ব্যাকআপ খেলোয়াড়দের জন্য এসব ম্যাচ গেইম টাইম পাওয়ার জন্য উপযুক্ত সুযোগ।’
বৃষ্টি বাধা ও সূচির জটে এশিয়া কাপে টানা তিনদিন মাঠে থাকতে হয়েছে ভারতকে। পাকিস্তানের বিপক্ষে রোববার শুরু হলেও বৃষ্টিতে পরে রিজার্ভ ডে সোমবারে শেষ হয় ম্যাচ। সেই ম্যাচে বড় জয় পাওয়ার পর মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কষ্ট করে জিততে হয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের।