বন্ধু ভেল্লালাগের প্রশংসায় পঞ্চমুখ হৃদয়
বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ মুখ তাওহিদ হৃদয়। অল্প সময়েই এসেছেন পাদপ্রদীপের আলোয়। জিতেছেন সবার ভরসা। এরই মধ্যে খেলেছেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগও। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে তার সতীর্থ ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। এশিয়া কাপে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন ২০ বছর বয়সী ভেল্লালাগে। তাঁকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
ভারতের অসাধারণ ব্যাটিং লাইনআপকে একাই শেষ করেছেন ভেল্লালাগে। ৪০ রানে নিয়েছেন পাঁচ উইকেট। টপ অর্ডারের ছয় ব্যাটারের পাঁচজনকেই সাজঘরে ফিরিয়েছেন এই তরুণ। স্পিন ঘূর্ণিতে কুপোকাত করেছেন রোহিত, বিরাট, পান্ডিয়াদের। পরে ব্যাট হাতেও লড়েছেন বুক চিতিয়ে। দলকে জেতাতে না পারলেও অপরাজিত ছিলেন ৪৬ বলে ৪২ রানে। এমন পারফরম্যান্সে দল হারলেও হয়েছেন ম্যাচসেরা।
লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে একসঙ্গে খেলেছেন হৃদয় ও ভেল্লালাগে। আগামীর দুই তারকার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ভেল্লালাগের এমন অনবদ্য পারফরম্যান্সের দিনে তার প্রশংসা করতে কার্পণ্য করেননি হৃদয়। বাংলাদেশি এই তারকা মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভেল্লালাগেকে নিয়ে নিজের ভালো লাগা শেয়ার করেন।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.faceboo..." width="500" height="809" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
হৃদয় লেখেন, ‘প্রথমবার ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার জন্য অভিনন্দন। অপেক্ষায় ছিলাম এই ছবিটি সবার সামনে তুলে ধরার জন্য। আজকে সেই অপেক্ষা শেষ হলো। তোমার মতো বন্ধুকে পেয়ে জাফনা কিংসে খেলার সময়গুলো আরও বেশি উপভোগ করেছিলাম। আজকে তোমার ভালো দিনে তোমাকে অভিনন্দন এবং একজন খেলোয়াড় হিসেবে তোমার জীবনে আরও ভালো দিন আসবে। তোমার জন্য সবসময় শুভকামনা ও ভালোবাসা থাকবে বন্ধু।’