এশিয়া কাপের মধ্যেই সুখবর পেলেন সাকিব
এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরে নিয়ম রক্ষার শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা বেশ উজ্জ্বল থাকলেও ব্যাটাররা ছিলেন হতশ্রী। আফগানিস্তান ম্যাচ ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি বাকি ম্যাচগুলোতে।
তবে, এমন অবস্থার মধ্যেই সুখবর পেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তিনি। আসরে পাকিস্তানের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। এর আগে গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩২ রানে। তাতে, ৩৬ থেকে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় সাকিবের অবস্থান এখন ৩৪। শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ এবং আফগানদের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন তিনি। র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শান্তর অবস্থান এখন ৮০। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা বিশে আছেন কেবল মুশফিকুর রহিম। তার অবস্থান ১৭তম।
ব্যাট হাতে এগোলেও বল হাতে সাকিব পিছিয়েছেন। সেরা দশের বাইরে যাওয়া বাংলাদেশ অধিনায়কের বর্তমান অবস্থান ১৩তম। বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ আছেন ৩৮ নম্বরে। এক ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড।
ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় যথারীতি সাকিবই আছেন শীর্ষে। তালিকার আট নম্বরে আছেন আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ।