এশিয়া কাপ আর খেলা হচ্ছে না নাসিমের
পাকিস্তানের বর্তমান পেস আক্রমণকে ধরা হচ্ছে সময়ের অন্যতম সেরা হিসেবে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের নিয়ে গড়া পেস বিভাগ যে কোনো দলকে পরীক্ষায় ফেলার সামর্থ্য রাখে। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের ১০ উইকেটের সবগুলো নিয়েছিলেন এই তিন পেসার মিলে। বাংলাদেশের বিপক্ষেও ১০ উইকেটের নয়টিই নেন পেসাররা।
আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এর আগে দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। ডান কাঁধের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পেসার নাসিম শাহ। ভারতের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাসিমের জায়গায় দলে এসেছেন জামান খান।
চলতি এশিয়া কাপে চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন নাসিম। ভারত ও বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন তিনটি করে উইকেট। যদিও, সুপার ফোরে ভারতের বিপক্ষে ছিলেন উইকেটশূন্য। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ম্যাচটি পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচের আগে নাসিমের না থাকাটা দলের জন্য দুঃসংবাদই বটে।
নাসিমকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন পিসিবির চিকিৎসকরা। কাজ করছেন বিশ্বকাপের আগে তাকে সারিয়ে তুলতে। পাকিস্তান দলের চিকিৎসক সোহাইল সেলিম বলেন, ‘নাসিম আমাদের সম্পদ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেবে তাকে বিশ্বকাপের আগে সারিয়ে তুলতে।’