আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা
ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। আর বাকি ২২ দিন। দলগুলো নিজেদের প্রস্তুত করে নিচ্ছে শেষ মুহূর্তে। অংশগ্রহণকারী ১০ দলের অনেকেই ঘোষণা করেছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার নাভিন উল হক। তবে, জায়গা হয়নি সম্প্রতি দলের নিয়মিত মুখ গুলবাদিন নাইবের। বাদ পড়েছেন করিম জানাতও। নাইবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। চোট কাটিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।
আফগানদের বিশ্বকাপ মিশনে দলের নেতৃত্ব থাকবে ওয়ানডের নিয়মিত অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদীর হাতেই। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানদের নিয়ে গড়া শক্তিশালী স্পিন আক্রমণের পাশাপাশি পেস বিভাগে আছেন ফজলহক ফারুকী, আব্দুল রহমান, নাভিনরা। ব্যাট হাতে ইব্রাহিম জাদরান, রহমতউল্লাহ গুরবাজ, নবীরা যে কোনো সময় প্রতিপক্ষের বোলিং আক্রমণ পণ্ড করে দিতে পারেন।
১৫ সদস্যের আফগানিস্তান স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমতউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, আব্দুল রহমান, নুর আহমেদ, মুজিব উর রহমান, রশিদ খান, ফজলহক ফারুকী, নাভিন উল হক।
স্ট্যান্ডবাই : গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ।