ওভালে স্টোকস ঝড়ে এলোমেলো নিউজিল্যান্ড
বেন স্টোকস ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ছয় বছর আগে। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই শতকের পর আর দেখা পাননি তিন অঙ্কের। তিন অঙ্কের আক্ষেপ অবশেষে মেটালেন স্টোকস।
ইংল্যান্ডের দি ওভালে আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) ইংল্যান্ড-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শতকের দেখা পেলেন তিনি। গড়লেন ইতিহাস।
১২৪ বলে ১৮২ রানের টর্নেডো ইনিংসটিই এখন ওয়ানডেতে ইংলিশদের ব্যক্তিগত সর্বোচ্চ। স্টোকসের ব্যাটে ভর দিয়ে ৪৮.১ ওভারে অলআউট হওয়ার আগে ইংল্যান্ড পায় ৩৬৮ রানের বিশাল সংগ্রহ।
১৩ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। সেখান থেকে শুরু করেন স্টোকস। ডেভিড মালানকে নিয়ে গড়েন ১৯৯ রানের অসাধারণ এক জুটি। ৯৫ বলে ৯৬ রান করে ট্রেন্ট বোল্টের বলে মালান আউট হলেও শতরান মিস হয়নি স্টোকসের। ৭৬ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।
গত বছর জুলাইয়ে স্টোকস অবসর নিয়েছিলেন ওয়ানডে থেকে। দেশের ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ককে আরেকটি বিশ্বকাপের আগে ফিরিয়ে আনা হয়েছে দলে। দলে ফেরার পর এটিই তার প্রথম সিরিজ। সেখানেই করলেন বাজিমাত, ঘোচালেন ছয় বছরের অপেক্ষা। ৭৬ বলে সেঞ্চুরিতে পৌঁছানো স্টোকসের ঝড় শেষ পর্যন্ত থামে ১২৪ বলে ১৮২ রানে। তাকে ফেরান বেন লিস্টার। স্টোকসের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও ৯ ছক্কায়।