আজ বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে ফাইনালে যাবে কারা?
জিতলে এশিয়া কাপের ফাইনাল। হারলে বাদ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচে দুদলের জয়-পরাজয় ছাপিয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। দুদলের মধ্যেকার ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে কারা যাবে ফাইনালে?
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচেও কলম্বোতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দেশটির ‘ওয়েদার চ্যানেল’ রিপোর্ট বলছে, আজ কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, কলম্বোর আকাশ আজ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অনেক।
যদি তাই হয়, তাহলে চিন্তায় পড়তে হবে পাকিস্তানকে। কারণ, এই ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে। যদি বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয় তাহলে রানরেটে এগিয়ে থাকা শ্রীলঙ্কা উঠে যাবে ফাইনালে। সেক্ষেত্রে বিদায় নিতে হবে পাকিস্তানকে।
পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা ব্যর্থতায় বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। ফাইনালের বাকি জায়গাটির জন্য লড়াই এখন শ্রীলঙ্কা ও পাকিস্তানের। এই মুহূর্তে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের রানরেট (-১.৮৯২)। এক্ষেত্রে ম্যাচ বাতিল হলে শ্রীলঙ্কা যে ফাইনালে চলে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৭ অক্টোবর।