সব দায়িত্ব আমার একার নয় : সাকিব
এশিয়া কাপে দুঃস্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের। নড়বড়ে ব্যাটিং বিভাগ নিয়ে বারবার ডুবতে হচ্ছে লাল-সবুজ দলের। শিরোপা জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে সুপার ফোর থেকেই।
পরিস্থিতি যখন এই তখন বিশ্বকাপের সম্ভাবনার জায়গাতেও জাগছে শঙ্কা। অধিনায়ক সাকিব আল হাসান নিজেই এশিয়া কাপে ভালো করতে পারেননি। সবমিলিয়ে বিশ্বকাপের আগে স্বস্তিতে নেই বাংলাদেশ দল।
এশিয়া কাপের শেষ ম্যাচের আগে অধিনায়ক সাকিবের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের ব্যাপারে। তিনি সাফ জানিয়ে দিলেন, সব দায়িত্ব তার একার নয়। তবে সবাই সেরাটা দিতে পারলে বৈশ্বিক আসরে বাংলাদেশ ভালো করবে বলে জানালেন অধিনায়ক।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ইস্যুতে সাকিব বলেছেন, ‘দেখুন সব দায়িত্ব আমার না। আমি শিউর, সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। আমি মনে করি, সবাই যার যার দায়িত্ব পালন করবে। সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করতে পারে তাহলে দল হিসেবে আমরা ভালো করতে পারব। সবাই এখানে চেষ্টা করবে। কেউ খারাপ করতে চাইবে না। আমি আশাবাদী যে আমার টিম বিশ্বকাপে ভালো করবে।’
এশিয়া কাপে ব্যাটিংয়ের হতাশা নিয়ে সাকিব বলেন, ‘ব্যাটিং ভালো করতে পারিনি সেটা তো অবশ্যই হতাশার। যেটা চেয়েছিলাম সেটা হয়নি। হয়তো পরের টুর্নামেন্টে হয়তো পারব।’