শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান, ম্যাচ হবে ৪৫ ওভারের
দুদলের জন্যই বাঁচা-মরার ম্যাচ। জিতলে এশিয়া কাপের ফাইনাল। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণ মাথায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
কলম্বোতে ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
সুপার ফোরে দুদলের জন্যই শেষ ম্যাচ এটি। ফাইনালে উঠতে জয় ছাড়া বিকল্পও নেই দুদলের সামনে। এক কথায় অলিখিত সেমিফাইনালে মাঠে নেমেছে দুদল।
তবে এমন ম্যাচে দুদলের জয়-পরাজয় ছাপিয়ে সমস্যা তৈরি করেছে বৃষ্টি। আগেই দেশটির ‘ওয়েদার চ্যানেল’ রিপোর্ট জানিয়েছিল, আজ কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানায়, কলম্বোর আকাশ আজ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অনেক।
সত্যিই তাই হলো। ম্যাচ শুরুর কথা বিকাল সাড়ে ৩টায়। অথচ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসই হয়নি। ২ ঘণ্টা অপেক্ষার পর টস মাঠে গড়ায়। ম্যাচ মাঠে গড়ায় বিকেল ৫টা ৪৫ মিনিটে। তাছাড়া ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে ৪৫ ওভারে।
এই ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে। যদি বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয় তাহলে রানরেটে এগিয়ে থাকা শ্রীলঙ্কা উঠে যাবে ফাইনালে। সেক্ষেত্রে বিদায় নিতে হবে পাকিস্তানকে।
পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা ব্যর্থতায় বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। ফাইনালের বাকি জায়গাটির জন্য লড়াই এখন শ্রীলঙ্কা ও পাকিস্তানের। এই মুহূর্তে শ্রীলঙ্কার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের রানরেট (-১.৮৯২)। তাই ম্যাচ বাতিল হলে শ্রীলঙ্কা যে ফাইনালে চলে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৭ অক্টোবর।