বৃষ্টি থামার পর ফের শুরু পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ
এশিয়া কাপের এবারের আসরে কলম্বোর আবহাওয়ার গুমোট ভাব কাটছেই না। এবার বৃষ্টি বাধার মুখে পড়েছে সুপার ফোরের পাকিস্তান-শ্রীলঙ্কা অঘোষিত সেমিফাইনাল। শুরুতে বৃষ্টির বাধায় খেলা শুরু হতে দেরি হয়েছে। দ্বিতীয় দফায় বৃষ্টির পর ফের শুরু হয়েছে খেলা।
বৃষ্টির আগ পর্যন্ত ২৭.৪ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচটি নেমে এসেছে ৪৫ ওভারে।
বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলে কপাল খুলে যাবে শ্রীলঙ্কার। রানরেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই ম্যাচ শেষে লঙ্কানদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে যথারীতি বৃষ্টির বাগড়া থাকছে। সব মিলিয়ে দিবারাত্রীর এই ম্যাচটিতে ৯৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপার ফোরে ২ ম্যাচ ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। দুই ম্যাচে একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পরের দু’টি স্থানে আছে যথাক্রমে- শ্রীলঙ্কা ও পাকিস্তান। ২ খেলায় জয়হীন বাংলাদেশ খালি হাতে টেবিলের তলানিতে থেকে এবারের আসর থেকে বিদায় নিয়েছে।