বাদ নাঈম শেখ, একাদশে বিজয়-তানজিম
এশিয়া কাপে নিজেদের শেষ পরীক্ষায় মাঠে নেমেছে বাংলাদেশ দল। নিয়মরক্ষার ম্যাচে আজ সাকিব আল হাসানদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যারা এরই মধ্যে পেয়েছে ফাইনালের টিকেট। এমন ম্যাচে একাদশে একাদিক পরিবর্তন নিয়ে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।
আগে থেকেই জানা, এই ম্যাচে থাকছেন না গুরুত্বপূর্ণ ব্যাটার মুশফিকুর রহিম। পারিবারিক কারণে দেশেই আছেন মুশফিক। মুশফিকের বদলী হিসেবে একাদশে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়।
এ ছাড়াও বাদ পড়েছেন ওপেনিংয়ে বারবার ব্যর্থ হওয়া নাঈম শেখ। তাঁর বদলে একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া একজন বাড়তি পেসার নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক অভিষেক হয়েছে পেসার তানজিম হাসানের। আজ তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে বিশ্রামে রেখেছে বাংলাদেশ। সুযোগ দেওয়া হয়েছে শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানকে।
অন্যদিকে ফাইনালে আগে এই ম্যাচে বেশ কয়েকজনকে বিশ্রামে রেখেছে ভারত। তারা একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, বুমরাহদের বিশ্রাম দিয়েছে ভারত। ভারতের জার্সিতে আজ অভিষেক হয়েছে তিলক ভার্মার।
কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ দুদলের লড়াই দিয়ে শেষ হবে এশিয়া কাপের সুপারের ফোরের পর্ব। এরপর আগামী ১৭ আগস্ট ফাইনালে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভারত।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।