সাকিবই ম্যাচ কেড়ে নিয়েছে, হারার পর বলেছেন গিল
এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার ছল ভারতের জন্য। কিন্তু এমন ম্যাচেই যে তাদের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেবে বাংলাদেশ সেটা দুঃস্বপ্নেও ভাবেনি ভারত। সেঞ্চুরি করে অবশ্য ভারতকে জয়ের পথেই নিচ্ছিলেন শুভমান গিল। কিন্তু সেই শতক ব্যর্থ করে ম্যাচ জয়ের হাসি হাসল সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের জয়ের ম্যাচে ব্যাটে-বলে দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন সাকিব। এমনকি ৮০ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ের সুর বেধে দিয়েছেন তিনিই। তাইতো ম্যাচ জয়ের নায়কও হয়েছেন সাকিব। ম্যাচ শেষে তাই প্রতিপক্ষের খেলোয়াড় শুভমান গিলও জানালেন, সাকিবই ভারতের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে গিল বললেন,‘সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।’
ভারতীয় ওপেনার আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সতেজ হয়ে ওঠার বিষয়টা দেখতে হবে। কারণ, সামনে বিশ্বকাপ আছে। বিশ্বকাপে আমাদের কিছু ম্যাচ আছে ভারতের উত্তরে, তখন শীতকাল থাকবে। আমাদের খেলোয়াড়দের সে জন্যই বিশ্রাম দিয়ে খেলাতে হবে।’