নাসুম-মেহেদিদের চেষ্টায় মুগ্ধ হাথুরুসিংহে
ব্যাটিং বরাবরই বাংলাদেশ দলের দুশ্চিন্তার জায়গা। বোলিং আক্রমণে সময়ের সাথে নিজেদের ছাড়িয়ে গেলেও ব্যাটিংয়ে এখনও অধারাবাহিক সাকিব আল হাসানের দল। সেখানে লেজের ব্যাটারাদের কাছ থেকেও প্রত্যাশা কম ভক্ত-সমর্থকদের। তবে এবার সেই লেজের ব্যাটাররাই দিলেন নিজেদের সামর্থ্যের প্রমাণ।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ে লেজের ব্যাটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে, নাসুম আহমেদ ও শেখ মেহেদির কথা বলতেই হয়। ১৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে দারুণ অবস্থায় নিয়ে যান নাসুম-মেহেদি জুটি।
তাদের ৪৫ রানের জুটিতে নিজেদের শক্ত অবস্থানে নেয় বাংলাদেশ। নাসুম ৪৫ বলে ৪৪ আর মেহেদি ২৩ বলে ২৯ রান করেন। আর লেজের ব্যাটারদের এমন দৃঢ়তায় খুশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসুম-মেহেদিদের ভাসিয়েছেন প্রশংসায়।
লেজের ব্যাটারদের প্রসঙ্গে তিনি বলেন,‘অবশ্যই, তাদের কারণেই আমরা এমন লড়াই করার সুযোগ পেয়েছি। ১৯৩ রান থেকে থেকে ২৬৫ রানে গিয়ে থামা সত্যিই অসাধারণ। আগে সমস্যা ছিল, তারা খুব একটা অবদান রাখতে পারত না। তবে এই ম্যাচে তারা ঘুঁরে দাঁড়িয়েছে। আর এটাই আমাদের জন্য কাজে দিয়েছে। বিশেষকরে মেহেদির খেলার ধরণে আমি খুশি। এমন আক্রমনাত্মক ভঙ্গি অনেক সহায়তা করে।’