বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তানের নাসিম শাহ
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৯ দিনের অপেক্ষা। এর আগেই বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে তারকা পেসার নাসিম শাহ। ২০ বছর বয়সী এই পেসারের চোট যে গুরুতর তা ধরা পড়েছে স্ক্যানে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপে নাসিম শাহর বিকল্পের কথা ভাবছে। ধারণা করা হচ্ছে, হয়তো চলতি বছর আর মাঠে নামা হবে না পাকিস্তানি এই পেসারের।
শুধু বিশ্বকাপ নয় চোটের কারণে চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরবর্তী পাকিস্তান সুপার লিগ মিস করতে পারেন নাসিম। মূলত এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ খেলতে গিয়ে কাঁধের চোটে পড়েন নাসিম। এরপরই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি। জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে আরেকবার স্ক্যান করে অবস্থা দেখা হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে নাসিম ছিটকে গেলে সেটা হবে পাকিস্তানের জন্য বিশাল এক ধাক্কা। নাসিম ছিটকে গেলে বিকল্প হিসেবে দলে আসতে পারেন এশিয়া কাপে অভিষিক্ত জামান খান।
আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকেই নাসিম ফিট থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চিত বাবর। বললেন, ‘আমার মতে নাসিম শাহ পরবর্তীতে বিশ্বকাপে যুক্ত হবে। দেখি কী হয়।’