কবে মায়ামির জার্সিতে ফিরছেন মেসি? যা বললেন মার্টিনো
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির যোগ দেওয়ার পর থেকেই যেন উড়ছিল ক্লাবটি। হারের বৃত্তে থাকা দলটিই পেয়েছে একের পর এক জয়। তবে জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মায়ামি। মেসিকে ছাড়া আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে বড় হারের লজ্জা পেয়েছে ক্লাবটি।
এমন হারের পর স্বাভাবিকভাবেই মেসির না থাকা নিয়ে উদ্বিগ্ন সমর্থকরা। যদিও মেসিকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন মায়ামি কোচ টাটা মার্টিনো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে মায়ামি কোচ বলেন, ‘মেসির পেশীতে অস্বস্তি রয়েছে। তাই তাকে এই ম্যাচে নিয়ে আসাটা খুব বুদ্ধিমানের কাজ হতো না। দুই দিন আগেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ও আসবে না। এই ম্যাচে ওকে খেলালে তা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যেতো।’
শুধু মায়ামি নয় আর্জেন্টিনার জার্সিতেও সবশেষ ম্যাচে খেলেননি মেসি। দলের সঙ্গে লা পাজে গেলেও আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি তিনি। তখন অবশ্য কেবল ক্লান্তির কথাই জানিয়েছিলেন মেসি। এরপর জানা যায়, পেশীর চোটে ভুগছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির পাশাপাশি আটালান্টার বিপক্ষে জর্দি আলবার সার্ভিস পায়নি মায়ামি। কবে নাগাদ তিনি ফিরবেন সেটিও এখনও নিশ্চিত নয়। আলবা প্রসঙ্গে মার্তিনো বলেন, ‘তারা সবাই আগামীকাল অনুশীলন করবে। আমাদের দৃষ্টি থাকবে মেসি কেমন অনুশীলন করতে পারেন। আমাদের কোনো তাড়া নেই। যদি সে ভালো থাকে এবং আত্মবিশ্বাসী থাকে, তবে সে টরেন্টোর বিপক্ষে খেলবে। যদি তা না হয়, তবে আমরা তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করব।’