নেইমারকে নিয়ে চিন্তিত আল-হিলাল
ঘটা করে চড়া মূল্যে নেইমারকে দলে ভিড়িয়েছে আল-হিলাল। সৌদি প্রো লিগে দলটির হয়ে গত ১৬ সেপ্টেম্বর অভিষেক হয় ব্রাজিলিয়ান সুপারস্টারের। সে ম্যাচে গোল না পেলেও সতীর্থদের গোল করতে ঠিকই সাহায্য করেছেন সাবেক এই পিএসজি তারকা। তবে, তাকে নিয়ে যে শঙ্কা শুরু থেকেই ছিল আল-হিলালের, সেটি তার চোট। পেশির চোট নিয়েই ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি।
আরও একবার সেই চোট নিয়ে চিন্তিত প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টায় এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-হিলাল মাঠে নামবে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের বিপক্ষে। ম্যাচের আগে নেইমারকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
৩১ বছর বয়সী নেইমার গত সপ্তাহে ব্রাজিলের জার্সিতে খেলেছেন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটো ম্যাচ। প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নেন নেইমার। পেরুর বিপক্ষে পরের ম্যাচে গোল না করলেও গড়েছেন রেকর্ড। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্ট এখন এই সুপারস্টারের।
জাতীয় দলের পর্ব শেষ করে ক্লাবের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। যদিও, হালকা চোট সমস্যায় আছেন তিনি। নাভবাহোর নামানগানের বিপক্ষে নেইমার খেলবেন কিনা সেই বিষয়ে গোল ডটকমে আজ প্রকাশিত প্রতিবেদন মতে আল-হিলাল কোচ জর্জ জেসুস বলেন, ‘আজকের অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব কোন পাঁচজন বিদেশিকে খেলানো হবে। নেইমারের হালকা চোট আছে। সে খানিকটা অস্বস্তিতে ভুগছে। খেলার জন্য শতভাগ ফিট, এমন নিশ্চয়তা পেলেই তাকে মাঠে নামানো হবে।’