নেইমারকে নিয়েও জয়বঞ্চিত আল-হিলাল
ম্যাচের আগে নেইমারের খেলা নিয়ে শঙ্কা ছিল। তার হালকা চোট থাকায় আল-হিলালের কোচ বলেছিলেন, শতভাগ ফিট থাকলেই কেবল খেলবেন নেইমার। শঙ্কা কাটিয়ে প্রথমবারের মতো আল-হিলালের জার্সিতে ম্যাচের শুরুতেই মাঠে নামেন ব্রাজিলীয় সুপারস্টার। কিন্তু, দলকে জেতাতে পারলেন না তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামাগানের বিপক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ১-১ গোলে ড্র করেছে আল-হিলাল।
রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই মাঠে নামে স্বাগতিক আল-হিলাল। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আক্রমণাত্মক ঢংয়েই একাদশ সাজায়। কোচ জর্জ জেসুস নেইমারকে প্লে-মেকিংয়ে রেখে মাঝ মাঠ নিজেদের দখলে রাখেন। প্রথমার্ধে বেশ কাজে দেয় তার ফর্মুলা। তবে, নিজেদের রক্ষণভাগ শক্ত রেখে আল-হিলালের আক্রমণ প্রতিহত করে নাভবাহোর।
ম্যাচের সপ্তম মিনিটেই বল নিয়ে প্রতিপক্ষ শিবিরে হানা দেন নেইমার। কর্নারের বিনিময়ে তা রক্ষা করে নাভবাহোর। ১৫ মিনিটে আবারও সুযোগ পান নেইমার, তবে কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে কমপক্ষে চারটি সুযোগ তৈরি করেন ব্রাজিলীয় তারকা। কখনো তাকে ফাউল করে, কখনো কর্নারের বিনিময়ে নিজেদের সুরক্ষিত রাখে উজবেক ক্লাবটি। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে সুযোগ কাজে লাগিয়ে গোল পায় নাভবাহোর। ম্যাচের ৫২তম মিনিটে তমা তাবাতাজের গোলে এগিয়ে যান তারা। এরপর রক্ষণে রীতিমতো দেয়াল তুলে দেয় ক্লাবটি। ৮৭ মিনিটে সৌদের চমৎকার ক্রসে নেইমারের হেড ঠেকিয়ে দেন নাভবাহোর গোলরক্ষক উৎকির ইয়ুসুপভ।
ম্যাচের অতিরিক্ত সময়ে সর্বোচ্চ চেষ্টা করে আল-হিলাল। শততম মিনিটে মাইকেলের ক্রসে আল বুলাইহির গোলে শেষ পর্যন্ত সমতায় ফেরে আল-হিলাল। বাকি সময়ে চেষ্টা করেও জয়সূচক গোলের দেখা পাননি নেইমাররা। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।