নতুন রূপে মায়ামির অনুশীলনে মেসি
আসলে ব্যাপারটা কী? লিওনেল মেসিকে দেখতে এত কম বয়সী লাগছে কেন? মেসি যেন ফিরে গেছেন তাঁর টিনএজ সময়ে! ভালো করে খেয়াল করতেই চোখে পড়ল দাড়ি কেটে মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। ছোট করে ছাঁটা চুল এবং মুখে ক্লিন শেভ। সবমিলিয়ে মেসির নতুন রূপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাও হচ্ছে বেশ।
২০১৫ সাল থেকে শখের দাড়ি রাখতে শুরু করেছিলেন মেসি। সবশেষ কাতার বিশ্বকাপের সময় চুল ছোট করে ছাঁটা আর মুখে দাড়ি ছিল মেসির। বিশ্বকাপ জয়ের প্রায় ১০ মাস পরও সেই রুপেই দেখা যাচ্ছিল মেসিকে। তবে আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে ইন্টার মায়ামিতে যখন মেসি যোগ দিলেন, তখন তাকে দেখা গেল সম্পূর্ণ নতুন লুকে।
এদিকে চোট কাটিয়ে মায়ামি অনুশীলনে ফিরলেও টরোন্টো এফসির বিপক্ষে ম্যাচে তার খেলা নিশ্চিত নয়। যদিও অনুশীলনে মেসিকে সতেজ আর সাবলীলই মনে হয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় মেজর লিগ সকারে টরোন্টো এফসির বিপক্ষে মাঠে নামবে মায়ামি।
ইন্টার মিয়ামিতে মেসি যোগ দেওয়ার পর ভাগ্য খুলতে শুরু করেছে ক্লাবটির। মেসি খেলেছেন, এমন কোনো ম্যাচ এখন পর্যন্ত হারেনি মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে এনে দিয়েছেন তাদের প্রথম শিরোপা। লিগ কাপের শিরোপা জয়ের পাশাপাশি মিয়ামিকে ইউএস ওপেন কাপের ফাইনালেও তুলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।