আফগান তারকা রশীদ খানের জন্মদিন আজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বয়স নিয়ে হরহামেশাই চলে নানান রকমের হাসি-তামাশা। কেউই যেন বিশ্বাস করতে চান না এখনও এতো অল্প বয়স আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের। তবে এসব নিয়ে থোরাই কেয়ার করেন জাদুকরী এ লেগস্পিনারের।
নিজের ডানহাতের কবজির ঘূর্ণি জাদুতে এরই মধ্যে পুরো ক্রিকেট বিশ্বকে রশিদ খান পার করে ফেলেছেন জীবনের ২৪টি বসন্ত। আজ তিনি পা দিলেন ২৫তম বছরে। ১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের নানগারহার প্রদেশে জন্মগ্রহণ করেন রশিদ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা শুরু হয় ২০১৫ সালে। এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন টি-টোয়েন্টি লিগে স্পিনে দাপট দেখিয়ে চলেছেন তিনি। সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবেও টেস্ট জেতার রেকর্ড আছে রশিদের।
রশিদের ক্রিকেট ক্যারিয়ার সমীহ জাগানিয়া। আফগানিস্তানের ক্রিকেটের এই পোস্টারবয় এখন পর্যন্ত ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলো খেলে উইকেট পেয়েছেন ১৩০টি। ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯৪টি। এক দিনের ক্রিকেটে তার উইকেটের সংখ্যা ১৭২টি। অন্যদিকে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন পাঁচটি। মাত্র পাঁচটি ম্যাচ খেলেই ৩৪টি উইকেট শিকার করে ফেলেছেন এই স্পিন জাদুকর। সময়ের সাথে রশিদ খান এখন আরও পরিণত। আসন্ন ভারত বিশ্বকাপে আফগানদের স্পিন ইউনিটের নেতৃত্বে থাকবেন তিনি। সেরাটা দিয়ে হলেও ভারত বিশ্বকাপে আফগানদের ভালো অবস্থানে নিতে মরিয় এই ২৫ বছর বয়সী তারকা।