সোশ্যাল মিডিয়া দেখার সময় আমাদের নেই : লিটন
ক্রিকেটে বরাবরই তুমুল জনপ্রিয় বাংলাদেশ। তবে, এর যেমন সুফল আছে তেমনি আছে কুফলও। ক্রিকেটাররা মাঠে ভালো করলে ভক্তরা প্রশংসায় ভাসান। আবার খারাপ করলেও সমালোচনা করতে এক চুল ছাড় দেননা। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের বেশিরভাগ চর্চা হয় এই ক্রিকেট নিয়েই।
বর্তমানে নিজের বিতর্কিত পোস্ট নিয়ে আলোচনায় তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে তার পারফর্ম ছাপিয়ে আলোচনায় তার কয়েক বছর আগে দেওয়া 'নারী বিদ্বেষমূলক' স্ট্যাটাস।
এসব আলোচনা মাথায় নিয়েই আগামীকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ড সিরিজে মাঠে নামবেন তানজিম সাকিব। তার আগে আজ সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আসল সাকিবের ইস্যু। তবে প্রেস কনফারেন্সে আসা লিটন দাস সেটা এড়িয়ে গেলেন ছোট বাক্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষটি নিয়ে জানতে চাইলেই অধিনায়ক এক জবাব দিলেন, 'এসব দেখি না। ’
এ ছাড়া লিটনের আগের একটি বক্তব্যও ফেসবুকে ভাইরাল। কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তখন সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে লিটন বলেছিলেন, ‘২৫ গড় খারাপ নয়।'
সেই প্রসঙ্গটিও উঠে আসে আজ।তবে ডানহাতি এই ওপেনার জানিয়ে দিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার সময় নাকি তাদের নেই।
লিটন বলেন, ‘আমি বললাম উনার প্রশ্নতে আগেই। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’