রিয়ালের কষ্টার্জিত জয়ের রাতে আর্সেনালের বড় জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম রাউন্ডের ম্যাচ ডে একে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাঠে নামে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ইন্টার মিলানের মতো দলগুলো।
চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের প্রথম ম্যাচে তারা মাঠে নামে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। জার্মানির ক্লাবটি এবারই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। সবাই যখন ধরে নিয়েছিল তাদের হেসেখেলে হারাবে মাদ্রিদ, তখন কার্লো আনচেলত্তির শিষ্যদের জিততে হয়েছে ঘাম ঝরিয়ে। ম্যাচের ৯৪ মিনিটে জুড বেলিংহামের একমাত্র গোলে ১-০ ব্যবধানের স্বস্তির জয় পায় মাদ্রিদ।
আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপ ইন্টার মিলানের বিপক্ষে। ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রেইস মেন্ডেজের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। লিড ধরে রেখে যখন জয়ের অপেক্ষায় তারা, তখনই গোল করেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ। ৮৭ মিনিটে মার্টিনেজের গোলে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
আরেক ম্যাচে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসভি আইন্দহোফেনকে। ম্যাচের অষ্টম মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় গানাররা। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসুস।
প্রথমার্ধেই তিন গোলের লিড পাওয়া আর্সেনালের পক্ষে ৭০ মিনিটে ম্যাচের চতুর্থ ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড। বাকি সময় আর গোল না হলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।