কতদিনের জন্য মাঠের বাইরে মেসি? যা বললেন মায়ামি কোচ
গত তিন মাস ধরেই টানা খেলার মধ্যে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৬ বছর বয়সে কি বেশি চাপ নিয়ে ফেলছেন বিশ্বকাপজয়ী তারকা? এমন প্রশ্ন বারবারই উঠছিল। শেষ পর্যন্ত চোট নিয়ে অস্বস্তিতে আর্জেন্টাইন তারকা। ইন্টার মায়ামির জার্সিতে ফেরার ম্যাচে মাত্র ৩৭ মিনিটেই মাঠ ছাড়লেন তিনি। যা শঙ্কা বাড়িয়েছে ভক্ত-সমর্থকদের মনে। তবে কি গুরুতর কোনো চোটে পড়েছেন মেসি?
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) টরোন্টো এফসির বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়েছে মায়ামি। তবে ম্যাচের মাত্র ৩৭ মিনিটে মেসির মাঠ ছাড়ায় দুশ্চিন্তা বাড়িয়েছে। আগামীতে বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মায়ামি। আছে ইউএস ওপেন কাপের ফাইনালও। সেসব ম্যাচে পাওয়া যাবে তো আর্জেন্টাইন তারকাকে?
ম্যাচের ৩৪তম মিনিটে দেখা যায় মেসি তার ডান পা নিয়ে অস্বস্তিতে ছিলেন। বারবার স্ট্রেচ করতে দেখা গিয়েছে তাকে। অস্বস্তিতে দেখে তাকে মাঠে রাখার ঝুঁকি নেননি ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো। এরপরই তাকে দ্রুত তুলে নেন। মেসিকে তুলে তার জায়গায় নামানো হয় রবার্ট টেলরকে।
ম্যাচ শেষে টাটা মার্টিনো বলেছেন, ‘রোববার অরল্যান্ডো সিটির বিপক্ষে ‘ফ্লোরিডা ডার্বি’তে মেসি এবং আলবাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আগামী সপ্তাহে ইউএস ওপেন কাপের ফাইনালেও তাকে পাওয়া যাবে কিনা সেটা বলা মুশকিল। আমাদের প্রতিটা দিন ধরে ধরে পর্যবেক্ষণ করতে হবে। চিকিৎসকদের রিপোর্ট দেখতে হবে। তারা যা বলবেন, তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব। আমার মনে হয়, এটা বড় কিছু নয়। শুধু ক্লান্তির কারণেও হতে পারে। মাংসপেশিতে কোনও চোট পেয়েছে বলে মনে হয়নি।’