এবার কন্যাসন্তানের বাবা হতে চান মেসি
ফুটবলই লিওনেল মেসির জীবন। কথাটা এক সময় সত্য হলেও একটা সময়ের পর থেকে তা আর নেই। মেসির জীবনে ফুটবলের জায়গা দখল করেছে পরিবার। সন্তানদের মুখ দেখার পর থেকেই অগ্রাধিকারের জায়গাটি পাল্টে ফেলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।
মেসি-রোকুজ্জো দম্পতির কোলজুড়ে বড় সন্তান থিয়াগো এসেছে ২০১২ সালে। তিন বছর পর জন্ম নেয় মাতেও এবং এর তিন বছর পর তাদের ঘর আলো করে আসে তৃতীয় ছেলে চিরো। এই দম্পতি যে দীর্ঘদিন ধরে মনে মনে কন্যা সন্তান কামনা করছেন, তা মেসি নিজেই মুখেই বললেন।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আর্জেন্টাইন ভিত্তিক ওলগা নামক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা আরও একটি সন্তান নিতে চাই। দেখি এবার মেয়ে হয় কি না। আন্তোনেলা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়।’
এর আগে এক ইন্টারভিউতে মেসি নিজের পরিবার নিয়ে জানিয়েছিলেন, ‘সন্তানদের মুখ দেখার পর থেকে পরিবারই আমার অগ্রাধিকার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবল অবশ্যই ভালোবাসি তবে পরিবার সবার ওপরে।’
এদিকে, ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও কথা বলেন মেসি। এই প্রসঙ্গে আর্জেন্টাইন তারকার ভাষ্য, ‘আমি এখন আগামী বিশ্বকাপ নিয়ে ভাবছি না, এটা অনেক দূরে। আসন্ন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। দারুণ এক টুর্নামেন্ট হতে যাচ্ছে। এরপর দেখা যাবে। যতটা পারি খেলা উপভোগ করতে চাই। '