এমবাপ্পের সঙ্গে সম্পর্কে কেমন ছিল, জানালেন মেসি
লিওনেল মেসি পিএসজি ছাড়লেও প্যারিসের ক্লাবটির স্মৃতি যেন তার পিছু ছাড়ছে না। নতুন ক্লাব ইন্টার মায়ামিতে নিজেকে মানিয়ে নিয়েছেন। বদলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল উন্মাদনাও। তবু, বিভিন্ন সময় সাক্ষাৎকারে উঠে আসে পিএসজির প্রসঙ্গ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও ক্লাবটি নিয়ে কথা বলেন ক্ষুদে জাদুকর।
পিএসজিতে দুটি মৌসুম দুঃস্বপ্নের মতো কেটেছিল মেসি। অনেক প্রত্যাশা নিয়ে তাকে দলে ভিড়িয়েছিল প্যারিসের ক্লাবটি। মেসি তা পূর্ণ করতে ব্যর্থ হন। বার্সেলোনায় মেসি দুর্দান্ত থাকলেও পিএসজিতে তিনি যেন নিজের ছায়া হয়ে ছিলেন। মেলে ধরতে পারেননি সেভাবে।
গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত গোল ডটকমের প্রতিবেদনে সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি বলেছিলেন, পিএসজিতে মেসি নেতা না হওয়ার পেছনে অন্যতম কারণ ছিলেন নেইমার ও এমবাপ্পে। বিশেষত, মেসির সঙ্গে এমবাপ্পের খারাপ সম্পর্কের কথা বহুবার এসেছে গণমাধ্যমে।
এ বিষয়ে এবার মুখ খুললেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বৃহস্পতিবার ইএসপিএনকে মেসি বলেন, ‘এমবাপ্পের সঙ্গে সবকিছুই ঠিক ছিল। পিএসজিতে আমরা সতীর্থ ছিলাম। আমরা একসঙ্গে ক্লাবের জন্য শিরোপা জিতেছি। বিশ্বকাপ ফাইনালে একে অপরের প্রতিপক্ষ ছিলাম। আমি বিশ্বকাপ জেতার পর সে আমাকে অভিনন্দন জানিয়েছে।’