বিশ্বকাপের জার্সি উন্মোচন কবে, জানাল বিসিবি
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। অপেক্ষা মাত্র ১৩ দিনের। ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরমধ্যে ভক্ত-সমর্থকরা অপেক্ষায় আছেন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি দেখতে।
ক্রিকেটের মেগা আসর বিশ্বকাপে নতুন জার্সি পরেই খেলতে নামে অংশগ্রহণকারী দলগুলো। নজরকাড়া নকশা ও কিছু গল্প উঠে আসে জার্সির থিমে। বাংলাদেশ কবে বিশ্বকাপের জার্সি উন্মোচন করবে এবং ফটোসেশন হবে, সেটি জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি জানান কবে নাগাদ উন্মোচিত হতে পারে বিশ্বকাপের জার্সি। বিসিবির এই পরিচালক বলেন, ‘জার্সি উন্মোচন, ফটোসেশন এগুলো সবই প্রক্রিয়া মেনে করা হবে। কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের জার্সি উন্মোচন করব আমরা। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। হাতে যেহেতু বেশি সময় নেই, আমার মনে হয় হয়তো দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত হবে।’
বিশ্বকাপ উপলক্ষে এখন পর্যন্ত পাকিস্তান ও নিউজিল্যান্ড তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। পাকিস্তান তাদের জার্সির নাম দিয়েছে স্টার নেশন। যা তাদের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের ১৯৯৬ বিশ্বকাপের জার্সিটাকে ফিরিয়ে এনেছে। সেই জার্সির আদলে কালো রঙে তৈরি করেছে এবারের বিশ্বকাপের জার্সি।