সৌদি আরবে সময়টা উপভোগ করছেন রোনালদো
বয়স ৩৯ ছুঁই ছুঁই। এই বয়সে বুটজোড়া তুলে রাখার ভাবনাই হয়তো মাথায় উঁকি দেওয়া স্বাভাবিক। কিন্তু, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে এমনটি ভাবলে ভুল হবে। গোটা ক্যারিয়ারজুড়ে চ্যালেঞ্জ নিতে ভালোবেসেছেন তিনি। নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেছেন আরেকটু ভালো করার জন্য। পরিশ্রম ও উদ্যমের সমন্বয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিআরসেভেন।
বিশ্বকাপ জিতে সমকালীন সেরার তর্কটা থামিয়েছেন মেসি। তা নিয়ে আপত্তি নেই রোনালদোর। সম্প্রতি নিজেই কিছুদিন আগে মেসির সঙ্গে বিতর্কটা থামিয়ে দিয়েছেন। ইউরোপে ফেরা নিয়ে অকপটে বলেছেন, ইউরোপে ফেরার বয়স নেই। যেখানে আছেন, যতদিন আছেন উপভোগ করে যেতে চান তিনি।
গত মৌসুমে অনেকটাই বিবর্ণ থাকা রোনালদো ঠিক সেটিই করে আসছেন। চলতি মৌসুমে আবারও ফিরে এলেন পুরোনো ছন্দে। আল-নাসেরের জার্সিতে নিজেকে রাঙাচ্ছেন, সৌদি ফুটবলকে জাগিয়ে তুলছেন। মাঝেমধ্যেই দেখান ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের অপ্রতিরোধ্য সিআরসেভেনের খানিকটা ঝলক।
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সবসময়ই হার না মানার মানসিকতায় বিশ্বাস করেন। ক্যারিয়ারে বহুবার পিছিয়ে পড়ে ফিরেছেন তিনি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছুঁয়েছেন ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে অফিসিয়ালি ৮৫০তম গোলের মাইলফলক।
সর্বকালের অন্যতম সেরা এই গোলস্কোরারের গোলক্ষুধা এতটুকু কমেনি এখনও। ২০২৩ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৮ ম্যাচ। গোল করেছেন ৩৩টি, অ্যাসিস্ট সাতটি। সবমিলিয়ে ৩৮ ম্যাচে ৪১ গোলে অবদান। এর মধ্যে জাতীয় দলের হয়ে একটি হ্যাটট্রিকসহ করেছেন পাঁচ গোল। সৌদি প্রো লিগের সর্বশেষ ম্যাচে আল-আহলির বিপক্ষে জোড়া গোল করেছেন। জোড়া গোলের মধ্য দিয়ে চলতি লিগে টানা ছয় ম্যাচে গোল করলেন রোনালদো। লিগে ছয় ম্যাচে সিআরসেভেনের গোল এখন সর্বোচ্চ নয়টি।
গত বছর সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেন রোনালদো। প্রথম মৌসুম এতটাই বিবর্ণ কাটে, রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু, তিনি ফিরে এসেছেন আপন রঙে। সেই রঙে আমূল বদলে দিয়েছেনে আল-নাসের ও সৌদি ফুটবলের চিত্র। প্রথম মৌসুমে দলকে কোনো শিরোপা জেতাতে না পারলেও চলতি মৌসুমের শুরুতেই দলকে জিতিয়েছেন আরব ক্লাবগুলোর সবচেয়ে মর্যাদার শিরোপা আবর ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। এর আগে যে প্রতিযোগিতার ফাইনালেও কখনো উঠতে পারেনি আল-নাসের।
রোনালদো এখন নির্ভার ফুটবল খেলছেন। সামর্থ্যের মধ্যে থাকা সবই অর্জন করেছেন। বাকিটা সময় এখন শুধুই উপভোগের পালা। নিজের বিখ্যাত সিউ উদযাপনের সঙ্গে এখন আরবের ভক্তদের জন্য বের করেছেন নতুন উদযাপন, ‘ভালোবাসার চিহ্ন’।