ক্রিকেটের তিন সংস্করণেই এখন শীর্ষে ভারত
ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। সময় যত এগোচ্ছে, ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়ার ত্রিমুখী লড়াইয়ে পালাবদল ঘটছে এক নম্বর অবস্থানের। গত ১৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসির ওয়ানডে টিম র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান। চারদিনের ব্যবধানে তাদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভারত।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) আইসিসির সর্বশেষ হালানাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসে ভারত। ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৬। অস্ট্রেলিয়াকে প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হারিয়ে পাকিস্তানের ১১৫ রেটিং পয়েন্ট টপকে গেছেন কোহলি-রোহিতরা। তৃতীয় স্থানে থাকা অসিদের রেটিং পয়েন্ট ১১১।
টেস্ট ও টি-টোয়েন্টিতে আগেই সবার ওপরে ছিল ভারত। এখন ওয়ানডের শীর্ষস্থানও ফিরে পেল তারা। ফলে, ক্রিকেটের তিন সংস্করণেই এখন শীর্ষে ভারত। বিশ্বকাপের আগে যা তাদের বাড়তি প্রেরণা দেবে।
ওয়ানডেতে ব্যাটারদের তালিকায় অবশ্য সবার ওপরে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। বোলারদের তালিকায় সবার ওপরের নামটা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। অলরাউন্ডারের তালিকায় শীর্ষে যথারীতি সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে এক নম্বরে আছেন ভারতের সূর্যকুমার যাদব। সেরা দশে একমাত্র ভারতীয় তিনিই। বোলিংয়ে আফগান স্পিনার রশিদ খান শীর্ষে থাকলেও সেরা দশে নেই কোনো ভারতীয় বোলার। অলরাউন্ডারদের মধ্যে টি-টোয়েন্টিতেও সবার ওপরে সাকিব। দুইয়ে আছেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া।
টেস্টে ব্যাটারদের মধ্যে সেরা দশে আছেন শুধু রোহিত শর্মা। তার অবস্থান দশম। তবে, বোলিং ও অলরাউন্ডারের তালিকায় শীর্ষ দুজনই ভারতীয়। বোলারদের মধ্যে এক নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন এবং সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।