দেশের জন্য খেলব ভেবে মাঠে খুব কান্না পাচ্ছিল : অভিষিক্ত খালেদ
সাদা পোশাকে বাংলাদেশের হয়ে খেলছেন ৫ বছর ধরে। দীর্ঘ অপেক্ষার পর এবার ঘরে মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খালেদ আহমেদের অভিষেক হয়ে গেল রঙিন পোশাকে। তবে, আজ মাঠে আসার আগেও তিনি জানতেন না নতুন অধ্যায় শুরু করার কথা। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) মাঠে প্রবেশের পর জানতে পারেন নিজের অভিষেক হতে চলছে। যখন দেশের জার্সিতে খেলতে নামেন তখন আবেগে চোখ ভিজে আসে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের।
অবশ্য অভিষেক দিনটা খারাপ কাটেনি খালেদের। নিজের কোটার ১০ ওভারের মধ্যে বোলিং করতে পেরেছেন ৯.২ ওভার। তাতে ৬০ রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট। নিজের প্রথম ওভারেই তিনি শিকার বানান চ্যাড বোসকে। এরপর ফেরান উইকেটে জমে যাওয়া হেনরি নিকোলসকে। আর শেষ দিকে তৃতীয় শিকার বানান ইশ শোধিকে।
খালেদের অভিষেক দিনে নিউজিল্যান্ডকে বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশ। ৪৯.২ ওভারে সফরকারীদের ২৫৪ রানে থামিয়েছে লিটন দাসের দল।
ইনিংস শেষে অভিষিক্ত খালেদ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ অভিষেক হয়ে অনেক ভালো লাগছে। প্রথমে নার্ভাস ছিলাম কিন্তু দলের সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। অবশ্যই উইকেট নিলে অনেক ভালো লাগে, আমি চেয়েছিলাম ভালো জায়গায় বল করতে। আলহামদুলিল্লাহ সামনে যদি আরও খেলি ভালো জায়গা বোলিং করব।’
এরপর খালেদ যোগ করেছেন, ‘মাঠে আসার পর জানতে পারছি যে আজকের ম্যাচটা খেলব আমি। অবশ্যই দেশের জন্য খেলা অনেক গর্বের ব্যাপার, আমার মাঠের মধ্যে অনেক কান্না পাচ্ছিল যে না আমি দেশের জন্য খেলব, জ্বি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার। শুরুতে পেস বোলারদের জন্য ভালো ছিল, শেষের দিকে ফ্লাট উইকেট হয়ে গেছে। আমরা বোলাররা অনেক ভালোভাবে শেষ করতে পারছি।’