আলোচিত মানকাডিং ইস্যুতে মুখ খুললেন তামিম
নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। এমন হার ছাপিয়ে আলোচনায় পেসার হাসান মাহমুদের মানকাডিং ইস্যু। কিউই ব্যাটার ইশ শোধিকে আউট করার সুযোগ পেয়েও তা নেয়নি বাংলাদেশ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল লিটন-হাসানরা। ম্যাচ শেষেই সেই বিষয়ে মুখ খুলেছেন ওপেনার তামিম ইকবাল।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শেষে প্রেস কনফারেন্সে আলোচিত মানকাডিং প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার ম্যাচে আলো ছড়িয়েছেন তামিম। খেলেছেন ৫৮ বলে ৪৪ রানের ইনিংস।
মানকাডিং প্রসঙ্গে তামিম বলেন,‘এটা সত্য, এই বিষয়টি এখন ক্রিকেটে বৈধ। আমার মনে হয় শোধির এমনভাবে বিস্মিত হওয়ার কিছু ছিল না। এটা আমরা নিব কি নিব না, তা দলের সিদ্ধান্ত। তাকে বিস্মিত হতে দেখে আমিও অবাক। কারণ এটা ক্রিকেটেরই একটি অংশ। আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ ম্যাচেও এমন সিদ্ধান্ত নিলে খুব বেশি অবাক হওয়ার কিছু আছে।’
শোধির প্রতিক্রিয়ার কারণেই কি এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন,‘এখানে তাকে সাবধান করার কিছুই নাই। এটা অনেকটা বোল্ড আউটের মতো। আমার কাছে মনে হয়, অধিনায়কের মনে হয়েছে তাকে ফিরিয়ে আনা দরকার; তাই হয়তো তাকে পুনরায় ডাকা হয়েছে। এখানে ভুলের কিছু নেই। আমি যদি এমনটা নাও করতেন, সেখানেও ভুলের কিছু নেই।’
এর আগে, নিউজিল্যান্ড ইনিংসের ৪৬তম ওভারে আলোচিত এই ঘটনাটি ঘটে। সে ওভারের চতুর্থ বলটি করার সময় নন স্ট্রাইকিং প্রান্তে স্টাম্প ভাঙেন হাসান। টাইগারদের আবেদনে সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন মাঠের আম্পায়াররা। রিপ্লেতে দেখা যায় হাসান স্টাম্প ভাঙার সময় উইকেটের বাইরেই ছিলেন শোধি। তবে তাকে ফিরিয়েও শেষ পর্যন্ত ফেরায়নি বাংলাদেশ।
পরবর্তীতে দেখা যায় লিটন গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলে শোধিকে ফেরান। মাঠে ফিরে এসেই বোলার হাসান মাহমুদকে জড়িয়ে ধরেন শোধি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। অনেকেই লিটন-হাসানের এমন মহানুভবতার প্রশংসাও করছেন।