মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে যা বললেন তামিম
বিশ্বকাপের আগে শেষ সিরিজ। এই সিরিজের পারফরম্যান্সের ওপর অনেকটা নির্ভর করবে বিশ্বকাপে সুযোগ পাওয়া। সিরিজে তাই বাড়তি মনযোগ সবার। মাহমুদউল্লাহর বেলায় যা আরও বেশি করে। গত মার্চের পর দলে ফিরেছেন এই সিরিজ দিয়ে। সমালোচনা, বিতর্ক সব শেষে এই সিরিজে ফের একবার দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিউই বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ৪১.১ ওভারেই মাত্র ১৬৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। এমন ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ।
৭০ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে আসেন তিনি। আউট হওয়ার আগে খেলেন ৭৬ বলে ৪৯ রানের ইনিংস। চারটি চার ও একটি ছয়ের মারে ৬৪.৪৭ গড়ে ইনিংসটি সাজান তিনি। একা একাই চালিয়ে গেছেন লড়াই। যদিও, তার এই মন্থর ইনিংস দলের কোনো উপকারেই আসেনি। তবে, দীর্ঘদিন পর ব্যাট করতে নেমে এভাবে ব্যাটিং করাকে চমৎকার বলে মনে হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার মনে হয় তিনি চমৎকার খেলেছেন। উনার সঙ্গে ছোট একটা জুটিতে ছিলাম। উনার মানসিকতা অসাধারণ। ব্যাটিং দেখে মনেই হয়নি উনি ছয় সাত মাসের বিরতির পর এলেন। তাকে খুবই সাবলীল দেখাচ্ছিল মাঠে।’