বিশ্বকাপের আগে শেষ ম্যাচে জিততে মরিয়া বাংলাদেশ
বিশ্বকাপের আগে শেষবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যাদের কাছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেই হার দেখেছে বাংলাদেশ। তবে, বিশ্বকাপের বিমানে ওঠার আগে শেষ ম্যাচটি জিততে মরিয়া বাংলাদেশ। একই সাথে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ স্বাগতিকদের সামনে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ ম্যাচ কাল। তার আগে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের চাহিদার কথা জানালেন ম্যাচটিতে নেতৃত্ব দিতে যাওয়া নাজমুল হোসেন শান্ত।
দেশের জার্সিতে নেতৃত্ব দিতে নামার আগে শান্ত ম্যাচটি নিয়ে বলেন, 'এটা (নেতৃত্ব) চ্যালেঞ্জ না আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগতেছে এমন সুযোগ পেয়ে। এমন অবস্থায় আমাদের টিম আছে সামনে ওয়ার্ল্ড কাপ। সব মিলিয়ে আমার কাছে মনে হয়, এই জায়গায় আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা, সেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের টিম একটা ভালো অবস্থায় থাকবে। ২০০৮ এ কি হয়েছিল, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নাই। মূল যে জিনিসটা হলো যে, কিভাবে কালকের ম্যাচটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি।'
উইকেট ও প্রস্তুতি নিয়ে শান্ত বলছেন, 'আমার মনে হয় যে, প্রস্তুতি অনুসারে গত কয়েকদিন ধরেই এই জায়গায় কাজ করছি। এশিয়া কাপে ম্যাচ খেললাম, তার আগে সিরিজ খেলেছি। তো আমাদের আরেকটা সুযোগ যে এই ম্যাচটা। আমরা কত ভালোভাবে শেষ করতে পারি, সেটাই মূল বিষয়। আর উইকেট বলব যে, বিশ্বকাপ ভালো উইকেটও হতে পারে আবার খারাপ উইকেট হতে পারে। আমরা জানি না আসলে। বাট আমরা সিচুয়েশন চিন্তা করে দেখতে পারি, উইকেট হয়তো ভালোই হবে। আমাদের দুই ধরনের প্রিপারেশনই থাকা দরকার। ইন্ডিয়াতে কিছু কিছু উইকেট আছে যেখানে ওই রকম বড় স্কোরও হয় না। কালকে যে রকম উইকেট থাকবে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলার চেষ্টা করব। এবং আমি মনে করি যে, ওই উইকেট অনুযায়ী যদি ম্যাচটা শেষ করতে পারি, তাহলে আমরা ওইভাবে প্রস্তুত হতে পারব। '